৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বাস ধরতে মারপিঠ বিধাননগরে

High News Digital Desk:

নিজস্ব প্রতিনিধি:
পৃথিবীতে বেঁচে থাকার ছাড়পত্র,
জীবন সংগ্রামই হলো তার সূত্র|
না ফোটা কুঁড়ি খসে পড়ে প্রতিক্ষণ,
সমাজ তোলে না কোনো অনুরণন|
জীববিদ্যার হিসাব মেলানো ভার,
নব তথ্যে জোর যার মুলুক তার|
তমাল বন্দ্যোপাধ্যায়ের এই জোর যার মুলুক তার কবিতাটি হুবহু মিলে যায় বর্তমান পরিস্থিতির সঙ্গে| রাজনীতির ময়দান হোক কিংবা সাধারণের মাঠ, সর্বত্রই এর প্রভাব দেখা যায়| রবিবার ছটির দিন ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখে হতাশ হয়ে সোমবার থেকে ফের ফেরা কাজে| বিধাননগর থেকে যাঁরা সেক্টর ফাইভের দিকে কর্মস্থলে যান, বেশির ভাগই যাতায়াত করে থাকেন সরকারি বাসে| বিধাননগর ১৫ নম্বর বাস স্ট্যান্ড| যেখানে সপ্তাহের ৬ দিনই অধীর অপেক্ষায় থাকেন বাস যাত্রীরা| প্রত্যেকদিন প্রায় কয়েকশো মানুষ যাতায়াত করেন এই বাস স্ট্যান্ড থেকে| কিন্তু পর‌্যাপ্ত সংখ্যায় নেই বাস| S30A (CC1,করুণাময়ী হয়ে কলেজ মোড়) এই রুটের বাসের সংখ্যা পর‌্যাপ্ত পরিমানে থাকলেও সমস্যায় পড়তে হয় স্বাস্থ্যভবন, নিউটাউন ইকোস্পেসের যাত্রীদের| হাতে গোনা কয়েকটি বাসই থাকে S30-র| ব্যারাকপুরের বাসিন্দা এক বাসযাত্রীর কথায়, সপ্তাহে খুব বেশি হলে ২ দিন বাস ঠিকমতো পাওয়া যায়, বাকি দিনগুলি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতে হয়| তবে সমস্যা এখানেই শেষ নয়| বাস গুমটি খোলা থাকলেও সেখানে কর্মরতরা কেউ ঠিকঠাক বলতে পারেন না বাসের দেখা কখন পাওয়া যাবে| বা বলা ভালো জানলেও তাঁরা জানান না| আরেক বাস যাত্রীর কথায়, আগে পর পর বাস দাঁড়িয়ে থাকত| আর এখন মানুষ দাঁড়িয়ে থাকে, বাস থাকে না| আবার কখনো বাস থাকলেও এত মারপিট বেধে যায় সেই পরিস্থিতিতে মহিলা ও বয়স্কদের বাসে ওঠাটাই দুষ্কর|
যেখানে এত সংখ্যক মানুষ কাজের সময় গন্তব্যস্থলে পেঁছনোর জন্য অপেক্ষা করে থাকেন বাসের, সেখানে বাসে ওঠার জন্য যদি মারপিট করতে হয় তাহলে প্রশ্ন ওঠে ব্যবস্থাপনার শিথিলতা নিয়ে|

 

Scroll to Top