৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বার্বাডোজ থেকে কবে ফিরবে ভারতীয় ক্রিকেট দল?

High News Digital Desk:

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর দেশে ফেরার জন্য স্বভাবতই উদগ্রীব ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বাদ সেধেছে বার্বাডোজের (Barbados) দুর্যোগ। সমুদ্রঝড় বেরিলের (Beryl) দাপটে রবিবার সন্ধে থেকে লকডাউন জারি করেছে সে’দেশের প্রশাসন। বার্বাডোজ থেকে ৮০ মাইল দক্ষিণে অবস্থান করা হ্যারিকেন (Hurricane) এরই মধ্যে উপকূলবর্তী জনজীবন তছনছ করে দিয়েছে। তবে মঙ্গলবার ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে বার্বাডোজের আবহাওয়া দফতর। কিন্তু উদ্বেগের বিষয় হল, আগামিকাল আরও একটি সমুদ্রঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে তারা। বার্বাডোজ প্রশাসন জানাচ্ছে, সে’দেশে মঙ্গলবার ভোর থেকে সন্ধের মধ্যে চূড়ান্ত পরিদর্শনের পর বিমানবন্দরে পরিষেবা চালু হতে পারে। কিন্তু বুধবারই পরবর্তী হ্যারিকেনের পূর্বাভাস থাকায়, ভারতীয় ক্রিকেট দলের কাছে প্রত্যাশিত উড়ান কতটা নিশ্চিত, তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের পরিবার, সহকারী কর্মী ও বিসিসিআইয়ের আধিকারিকরাও দুর্যোগের জেরে আটকে রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপদেশে। তাঁদের নিরাপত্তার দিকটি নিশ্ছিদ্র করেছে বার্বাডোজ প্রশাসন।

Scroll to Top