নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামার ওয়াশিংটনের বাসভবনের সামনে থেকে বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে| ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ২০২১ সালের ক্যাপিটল হামলার অন্যতম অভিযুক্ত| নাম টেলর টারান্টো| সিবিএস নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বারাক ওবামার বাড়ির কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন সিক্রেট সার্ভিস এজেন্টরা| টারান্টোর পিছু নিতেই তিনি ওবামার বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন| কিন্তু তার আগেই পুলিস ধরে ফেলে টারান্টোকে| এদিকে টারান্টোকে গ্রেফতারের আগে অবধিও
সিক্রেট সার্ভিস-এর এজেন্টরা জানতেন না যে, প্রাক্তন প্রেসিডেন্টের বাসভবনের কিছুটা দূরেই বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি দাঁড় করানো আছে| টারান্টোকে গ্রেফতারের পর বারাক ওবামার বাড়ির আশপাশে তল্লাশি চালানোর সময়ই সন্দেহজনক গাড়িটি চোখে পড়ে সিক্রেট সার্ভিস-এর এজেন্টদের| টারান্টোকে জেরা করে জানা যায় ওই গাড়িটি তাঁরই| সিবিএস নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, টারান্টোর গাড়িতে তল্লাশি চালিয়ে অত্যাধুনিক অস্ত্র এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে পুলিস| ওয়াশিংটন পুলিস সূত্রে খবর, ধৃত ব্যক্তি এর আগে বহু রাজনৈতিক নেতাকে সমাজমাধ্যমে হুমকি দিয়েছেন| শুধু তাই নয়, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার অন্যতম অভিযুক্ত এবং পুলিশের খাতায় ওয়ান্টেড এই টেলর টারান্টো| প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ির সামনে কেন ঘোরাঘুরি করছিলেন তিনি, তার তদন্ত করছে মার্কিন পুলিস|









