৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বাবা হলেন সুনীল ছেত্রী শুভেচ্ছায় ভাসছেন দেশের ফুটবল আইকন

High News Digital Desk:
  • বাবা হলেন সুনীল ছেত্রী শুভেচ্ছায় ভাসছেন দেশের ফুটবল আইকন

অবশেষে যাবতীয় আশঙ্কার অবসান ঘটল। সুস্থভাবে জন্ম নিল সুনীল ছেত্রীর  পুত্র সন্তান। বেঙ্গালুরুর এক নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুনীলের স্ত্রী সোনম। জানা গিয়েছে মা এবং সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।  গত মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সোনম। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আশঙ্কা কাটিয়ে অগস্ট মাসের শেষদিনে সুখবর এসেছে সুনীল-সোনমের পরিবারে। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে কিংস কাপে খেলছেন না সুনীল। গত মঙ্গলবার তাঁকে ছাড়াই দল ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ। এখন কিছুদিন ফুটবল মাঠে নয়, সদ্যোজাত সন্তানের পিতার ভূমিকায় নিজেকে সড়গড় করে নিতে চাইবেন। এদিন ১১:১১ মিনিটে এই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম। অন্যান্য সেলিব্রেটিদের ক্ষেত্রে যা হয় সুনীল সেই রাস্তায় হাঁটেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ভক্তদের এই জাতীয় কোন আপডেট নিজের দেননি। তবে এই খবরটি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সুনীল ছেত্রীর শ্যালক সাহেব। নিজের বোন এবং ভগ্নীপতির জীবনে নতুন অতিথি আসার কথা তিনি জানিয়েছেন। বাবা হতে চলেছেন এই সুখবর ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জানিয়েছিলেন সুনীল। গোলের পর জার্সির ভেতরে বল রেখে সেলিব্রেশন করেন। সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।

Scroll to Top