৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বাদল অধিবেশনেই আসছে অভিন্ন দেওয়ানি বিধি বিল

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  সংসদের আসন্ন বাদল অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকার দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য বিল আনতে চলেছে| এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের| সরকারের শীর্ষস্তরের এক সূত্রকে উদ্বূৃত করে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, আইনমন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে| সেই সম্ভাবনা উস্কে এবার সংশ্লিষ্ট সংসদীয় কমিটির তরফে এবিষয়ে কেন্দ্রীয় আইন কমিশন এবং আইন মন্ত্রকের মত জানতে চাওয়া হয়েছে| আগামী ৩রা জুলাই প্রতিনিধি পাঠিয়ে এই বিষয়ে মতামত জানানোর জন্য নোটিস পাঠানো হয়েছে আইন কমিশন এবং আইন মন্ত্রককে| এর পরের ধাপেই সংসদীয় কমিটি বিল পেশের জন্য কেন্দ্রকে সৱুজ সঙ্কেত দিতে পারে বলে মনে করা হচ্ছে|
গত ১৪ই জুন কেন্দ্র-নিযুক্ত ২২তম আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাওয়া হয়েছিল| গত মঙ্গলবার বিকেল পর‌্যন্ত এবিষয়ে সাড়ে আট লক্ষ ব্যক্তি ও সংগঠনের প্রতিক্রিয়া জমা পড়েছে বলে আইন কমিশনের তরফে জানানো হয়েছে| আইন কমিশন কী তথ্য পেল তা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি| শোনা যাচ্ছে, তারপরই চূড়ান্ত করা হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া| যা লোকসভার আসন্ন বাদল অধিবেশনে পেশ করা হতে পারে| সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে| এই মুহূর্তে সরকারের যা সাংসদ সংখ্যা, তাতে অন্তত লোকসভায় এই আইন পাশ করাতে বিশেষ বেগ পেতে হবে না মোদী সরকারকে| তাত্পর‌্যপূর্ণভাবে, বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন| মঙ্গলবার প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির ৱুথ কমিটির সভাপতিদের নিয়ে মেরা ৱুথ সবসে মজৱুত কর্মসূচিতে অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করে বলেছিলেন, কোনও পরিবারে যদি প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আইন থাকে, তাহলে কি সেই সংসার চালানো যায়? তিনি আরও বলেন, দেশের এক-একটি সম্প্রদায়ের জন্য যদি এক-এক রকম আইন থাকে, তাহলে দেশ এগোতে পারে না| সংবিধানেও সকলের জন্য সমান আইনের কথা বলা আছে| তাঁর এই মন্তব্য ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ|
প্রসঙ্গত, সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে| বিজেপি-আরএসএস এর ঘোষিত কর্মসূচির মধ্যে অযোধ্যায় রাম মন্দির, ৩৭০ ধারা রদ হয়েছে, সিএএ বিল পাশ করেছে মোদী সরকার| অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এখনও বাকি| বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার‌্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে| লিঙ্গবৈষম্য দূর হবে| মহিলারা শক্তিশালী হবেন| সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে| আগামী লোকসভা নির্বাচনের আগে এই বিধিকে বিজেপি তুরুপের তাস করতে চাইছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ| কারণ, এর ফলে মুসলিম সংগঠনগুলি তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে বলে আপত্তি তুলবে| আর সেই সুযোগে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো সমস্যাগুলি তখন পিছনের সারিতে চলে গিয়ে মেরুকরণের রাজনীতিই প্রধান হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে| ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইন এর পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার| ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার‌্যকর করার বিষয়টির উল্লেখ ছিল| তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর‌্যন্ত তা কার‌্যকর হয়ে ওঠেনি| ২০২৪ এর আগে সেই প্রতিশ্রুতি পূরণ করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার| যদিও কংগ্রেস সহ বিরোধী শিবির এই বিলের প্রবল বিরোধিতা করবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে|

Scroll to Top