৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বাজেট খুব ভালো হয়েছে; সবার কথা চিন্তা করা হয়েছে, মন্তব্য ফারুক আব্দুল্লাহর

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের বাজেটকে খুব ভালো বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ। তাঁর কথায়, বাজেটে সবার চিন্তা করা হয়েছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বিধানসভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এদিন বলেছেন, এই অঞ্চলটি স্থায়ী শান্তির পথে এগিয়ে চলেছে। গত সাত বছরে নির্বাচিত সরকারের এটিই প্রথম বাজেট।

পরে বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, বাজেটটি খুবই ভালো হয়েছে, এতে সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। এতে জম্মু ও কাশ্মীর উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র এবং পর্যটন ক্ষেত্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কোনও ক্ষেত্রই বাদ পড়েনি। এমনকি দারিদ্র্যসীমার নীচে থাকা ব্যক্তিদেরও বিবেচনা করা হয়েছে এবং তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছে।

Scroll to Top