বাগুইআটির বৃদ্ধাকে খুনের ঘটনায় নিযুক্ত আয়াকে গ্রেফতার করল পুলিশ:
বাগুইআটির বৃদ্ধাকে খুনের ঘটনায় নিযুক্ত আয়াকে গ্রেফতার করল পুলিশ। ঘরের সিসিটিভি ফুটেজ তাঁরা দেখেন, রীতিমতো স্তম্ভিত হয়ে যান। বেরিয়ে আসে আয়ার কর্মকাণ্ড। ঘটনাটি ঘটেছে বাগুইআটির একটি আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃত বৃ্দ্ধার নাম কলা মিশ্র। ১১ সেপ্টেম্বর বাগুইআটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটে মারা যান ৭০ বছরের বয়স্কা এক মহিলা৷ দীর্ঘ সাত বছর ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিছানা ছেড়ে উঠতে পারতে না৷ নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তাঁকে দেখাশোনা করার জন্য দু’জন আয়া রাখা ছিল নারায়ণপুরের এক আয়া সেন্টার থেকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি হিসাবে আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করছে তাঁকে। চড়, থাপ্পড় দেয় আয়া। দুর্বল শরীর নিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও চেষ্টা করেন বৃদ্ধা। তবে তা সত্ত্বেও লাভ হয়নি কিছুই। রাতভর অত্যাচারের পর মৃত্যুই হয় তাঁর। তড়িঘড়ি বাগুইআটি থানার দ্বারস্থ হন বৃদ্ধার পরিবারের লোকজন। প্রমাণ হিসাবে ওই সিসিটিভি ফুটেজ থানায় জমা দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি হিসাবে আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করছে তাঁকে। চড়, থাপ্পড় দেয় আয়া। এরপরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়ে পুরো ঘটনার জন্য তদন্তের ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ।