৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

বাংলায় পেঁয়াজ ৮০ টাকা কেজি

High News Digital Desk:

পেঁয়াজের দাম একেবারে রকেটের মতো ছুটছে সেঞ্চুরির দিকে। গণেশ পুজোর সময় বাজারে পিঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। মহালয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ৭০ টাকা। লক্ষ্মীপুজো মিটতেই তা সোমবার থেকে আরও বেড়ে ৮০ টাকা। কেন্দ্র নাসিকের পিঁয়াজে ৪০ শতাংশ অন্ত শুল্ক বাড়িয়েছে। মহারাষ্ট্র নির্বাচনের আগে ভিন রাজ্যে অত্যধিক পিঁয়াজ রফতানি আটকাতে ২ মাস নাসিক পিয়াজ মান্ডিতে স্ট্রাইক হয়েছিল। এখন সেই স্ট্রাইক উঠে গেলেও পিঁয়াজ পরিবহন স্বাভাবিক ছন্দে ফেরেনি। এরই মধ্যে মহারাষ্ট্রে রবি শস্য মরসুমের পিঁয়াজের স্টক শেষ। পুজোর নবমী-দশমীতেও পেঁয়াজের দাম ছিল ৫০-৬০ টাকা প্রতি কেজি। কিন্তু আচমকা কী এমন হল যে এভাবে দাম চড়তে শুরু করেছে! রাজ্য সরকার সুফল বাংলায় ৫০ টাকা করে পিঁয়াজ বিক্রি করছে। ওদিকে খোলা বাজারে যে পিঁয়াজের দাম ৬০ বা ৭০ টাকার বেশি হওয়া উচিত নয়, সেটাই ৮০-র ঘরে গিয়ে ঠেকেছে। কে বা কারা ফাটকাবাজি করে দাম বাড়াচ্ছে, তা খতিয়ে দেখতে কাল থেকে শহরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের অভিযান শুরু হচ্ছে। বাংলায় পেঁয়াজ ৮০ টাকা কেজি হলেও দিল্লিতে কিন্তু ৪০ টাকা রয়েছে পেঁয়াজের দাম। আসলে কেন্দ্রীয় সরকার ন্যূনতম রফতানি মূল্য ঠিক করে দিয়েছে। দাম বৃদ্ধি হচ্ছে কি না তার উপরেও খেয়াল রাখছে। সেকারণে দাম বৃদ্ধি রোধ করা সম্ভব হয়েছে।  নাসিকের পিয়াজের যোগানে সংকট। ওদিকে রাজ্যের সুখ সাগর পিয়াজ এখনও নেই।

Scroll to Top