৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ম্যাচের আগে সুখবর, অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার

High News Digital Desk:
  • বাংলাদেশ ম্যাচের আগে সুখবর, অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার

পিঠের ব্য়থার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ম্যাচেও তাঁকে একাদশের বাইরেই রাখতে হয়েছিল। সেই শ্রেয়স আইয়ার  বৃহস্পতিবার নামলেন ট্রেনিংয়ে। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নেটে ব্যাটও করলেন তিনি। বিশ্বকাপের আগে শ্রেয়সের চোট থেকে বেরিয়ে আসা ভারতীয় টিমের কাছে স্বস্তির খবর। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা কেবল নিয়মরক্ষারই। কাল বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ ভারতের। আগের দুটো ম্য়াচে সাকিব আল হাসানের টিম হেরে গিয়েছে। ফলে, রোহিতদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। প্রথম টিমে কিছু বদলও করা হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম সারির কয়েকজন ক্রিকেটার। বুধবার পুরো টিমকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের অপশনাল ট্রেনিংয়ে রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা হাজির ছিলেন। তবে নজর ছিল শ্রেয়সের দিকেই। নেটে তাঁকে সাবলীলই দেখিয়েছে। ঘণ্টাখানেক ব্যাট করেছেন নেটে। কোচ রাহুলের কড়া নজর ছিল তাঁর উপর।

Scroll to Top