নয়াদিল্লি : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে হিন্দু সহ সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। সোমবার এই বিষয়ে ফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। নিজের এক্স (X) হ্যান্ডলে সে’কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে আমার। সেখানকার পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, কথা হয়েছে তা নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে আমাদের।’
রবিবারই ইউক্রেন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ইউক্রেনে গিয়ে সে’দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদির। মহাত্মা গান্ধির আদর্শ ও বাণী তুলে ধরে শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফর শেষে দেশে ফিরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপেও একই প্রস্তাবে জোর দিয়েছেন মোদি। এক্স (X) হ্যান্ডলে বিষয়টি জানিয়ে মোদি লিখেছেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। ইউক্রেন নিয়েও আমরা ভাবনা বিনিময় করেছি। দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর পক্ষে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি মার্কিন প্রেসিডেন্টকে।’
বাংলাদেশ ও ইউক্রেন নিয়ে দূরভাষে মোদি-বাইডেন আলোচনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই শান্তি, সুরক্ষা ও অগ্রগতির পক্ষে নরেন্দ্র মোদির আবেদন আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভাবমূর্তি অতীতের মতোই উজ্জ্বল রাখছে। মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ