নয়াদিল্লি : বাংলাদেশে শেখ হাসিনা-সরকারের পতনের পরপরই সেদেশে সংখ্যালঘুদের উপর সংঘটিত হামলা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করল সিপিআইএম| দলের পলিটব্যুরোর তরফে সংবাদমাধ্যমের উদ্দেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট লেখা হয়েছে, বাংলাদেশে হাসিনা-সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণ ও হিন্দু উপাসনালয়গুলিতে হামলার যে বহুবিধ খবর পাওয়া যাচ্ছে, তাতে অত্যন্ত উদ্বিগ্ন সিপিআইএম পলিটব্যুরো|
সিপিআইএম পলিটব্যুরো তাদের প্রেস বিবৃতিতে আরও জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে সরকার পতনের সূত্র ধরে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে সেদেশের মৌলবাদী শক্তি সংখ্যালঘুদের নিশানা করেছে, এটা পরিষ্কার|
দ্ব্যর্থহীন ভাষায় সিপিআইএম পলিটব্যুরো জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন, ঘরবাড়ি ও উপাসনালয়গুলির সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে সুদৃঢ় পদক্ষেপ করা উচিত অন্তর্বর্তী সরকারের| এই বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তপক্ষের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্যই আলোচনা করুক, চাইছে সিপিআইএম পলিটব্যুরো|
শাসন ক্ষমতা থেকে শেখ হাসিনার সামূহিক অপসারণের পর বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের হাল ক্রমাগত খারাপ হওয়ার খবর ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে| নিরাপদে নেই হিন্দুদের মন্দিরগুলিও| সেদেশে সুযোগ বুঝে মাথাচাড়া দিয়েছে সংখ্যাগুরুদের মৌলবাদী শক্তি| চলছে লুঠপাট, হাঙ্গামা, ভাঙচুর| দেওয়া হচ্ছে ধর্মীয় উস্কানি| অবশ্য সামাজিক মাধ্যমের দৌলতে বাংলাদেশের কোথাও-কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত দেখা গিয়েছে| কিন্তু তা খণ্ডচিত্র, আদৌ সামগ্রিক ছবি নয়| এবার মৌলবাদীদের হামলা নিয়ে মুখ খুলল সিপিআইএম| দলের পলিটব্যুরোর প্রেস বিবৃতিতে সরাসরি ধরা পড়ল হিন্দু উপাসনালয়ের বিপন্নতার কথা, যা সিপিআইএম দলের পক্ষে বিরল ও ব্যতিক্রমী ঘটনা – মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা|





