২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে ইন্টার জোনালের মূ‌ল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট

High News Digital Desk:
  • বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে ইন্টার জোনালের মূ‌ল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট

যোগ্যতা নির্ণায়ক পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে ইন্টার জোনালের মূ‌ল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। মরসুমের শুরুতেই নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল সবুজ মেরুন। কোচ জুয়ান ফেরান্দো বারবার বলেছেন, এএফসি কাপই প্রধান লক্ষ্য। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। যদিও সেই ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না কোচ। আবাহনীর বিরুদ্ধে পিছিয়ে পড়ে প্রবল চাপে ছিল সবুজ মেরুন। সেখান থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল মোহনবাগান। এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছে গেল তারা। গোলমুখ খুলল ম্যাচের ৩৭ মিনিটে। পেনাল্টি স্পট থেকে অনবদ্য গোল করে সমতা ফেরালেন কামিংস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মিলাদ শেখের আত্মঘাতী গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান। বোমাসের পাস ধরার অপেক্ষায় ছিলেন আর্মান্দো সাদিকু। তাড়াহুড়োয় নিজেদের জালেই বল জড়ান মিলাদ। সাদিকুর গোলে ম্যাচের ফলাফল দাঁড়াল ৩-১। সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল করে উচ্ছাসে ফেটে পড়লেন ইউরো কাপ খেলা এই ফুটবলার। ২ গোলের ‌লিড নিয়ে জয় নিশ্চিত করে ফেলে সবুজ মেরুন। এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগানের সঙ্গে রয়েছে আইএসএলের আর এক ক্লাব ওডিশা এফসি, বাংলাদেশের বসুন্ধরা ক্লাব এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে স্রেফ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।স্কোরশিটে নাম তুললেন মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকার সাদিকু এবং কামিংস। ক্রমশই যেন চেনা ছন্দে পাওয়া যাচ্ছে জুয়ান ফেরান্দোর দলকে। মঙ্গলবারের সন্ধ্যায় যুবভারতী দেখল ইউরো কাপার-বিশ্বকাপারের যুগলবন্দি।

Scroll to Top