২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি নাগরিকসহ দুই যুবক গ্রেফতার আগরতলা রেল স্টেশনে

High News Digital Desk:

আগরতলা রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এক বাংলাদেশি যুবক ও এক অসমের যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতের দিকে আগরতলা রেল স্টেশনে জিআরপি ও আরপিএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এক যুবক নিজের নাম রিপন আলী লস্কর বলে জানায়, তার বাড়ি অসমের হাইলাকান্দি জেলায়। অন্য যুবকের নাম মহম্মদ সেলিম, সে বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন আলী জানায়, সে দক্ষিণ জেলা সীমান্ত দিয়ে মহম্মদ সেলিমকে ভারতে প্রবেশে সহায়তা করেছে এবং তারা রেলযোগে শিলচর যাওয়ার পরিকল্পনা করেছিল।

ঘটনার পর জিআরপি থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সোমবার আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার এক আধিকারিক।

Scroll to Top