বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার:
রাজ্যে বর্ষা আসতেই ফের বারবাড়ন্ত ডেঙ্গির। মঙ্গলবার ২ জনের মৃত্যুর খবর এসেছে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এক মহিলা ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত উমা সরকারের। লেকটাউনের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ বছরের এক মহিলার। তিনি বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত শনিবার ২২ তারিখ পার্ক সার্কাস অঞ্চলের এক শিশু হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর। পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বছর ১০ এর পল্লবী দে গত সপ্তাহ থেকে জ্বরে আক্রান্ত হয়। শনিবার দুপুর ১ টা নাগাদ মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত ওই শিশুর। বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার। এরাজ্যে আসা বাংলাদেশি নাগরিকদের টেস্টিংয়ের পাশাপাশি রক্ত পরীক্ষার করানোর আবেদন জানিয়েছে রাজ্য সরকারকে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। গত বছর রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। এমনকী, মৃত্যু হয়েছিল ৩০ জনের। ২০২২ সালে বাংলায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় কত মানুষ আক্রান্ত হয়েছেন তার পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাতে দেখা যায়, মশাবাহিত ডেঙ্গি রোগে বাংলায় আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে শীর্ষে পৌঁছেছে।