৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

বাঁকুড়ায় সিঙ্গল স্ক্রিনের সুদিন আর নেই!

High News Digital Desk:

সিনেমা দেখার লোক আছে, কিন্তু সিনেমা হল কোথায়? সখ পূরণের ইচ্ছে হলে, সাধারণত ছটতে হয় পাশের জেলায়| এমনই হাল বাঁকুড়ার|
আধুনিকতার মোড়কে মুড়েছে দুনিয়া| আমূল পরিবর্তন ঘটেছে মানবজীবনে| উদরপূর্তি থেকে পরিচ্ছদ – সবেতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া| তবে এত আধুনিকতার মধ্যেও সিনেমা-বিনোদনের জন্য মানুষ এখনও সিঙ্গল স্ক্রিনের হলই বোধহয় বেশি পছন্দ করেন| গরমকালে, ছটির দিনে, ইভনিং বা নাইট শো আর শীতের দিনে ম্যাটিনি শো| প্রেমাস্পদ হোক বা পরিবার – সময় কাটানোর মোক্ষম জায়গা সিনেমা হল| তবে পকেটের দৌড়টাও খেয়াল রাখতে হয় বই কি! এদিক দিয়ে সিঙ্গল স্ক্রিন এখনও বিকল্পহীন| কিন্তু সেধরনের সিনেমা হলেই কিনা যবনিকা পড়েছে বাঁকুড়ায়! একসময় কুসুম, বিশ্বকর্মা, বীণাপানি, চণ্ডীদাস, শিবানীর মতো সিনেমা হল মাতিয়ে রাখত জেলার মানুষকে| আর এখন অনাদরে পড়ে রয়েছে হলগুলি| সামনে গেলে নজরে আসবে – মূল ফটকের চাবিতে ধরেছে মরচে, ভেঙে গিয়েছে জানালা-দরজা, ছাদ আর দেওয়ালে বাসা বেঁধেছে বট-অশ্বত্থ, পিলারে জড়িয়েছে আগাছা| আবর্জনা ফেলার ভ্যাটে পরিণত হয়েছে হলগুলির সামনের চত্বর|
এইসব প্রেক্ষাগৃহের উপর নির্ভর করে একসময় অনেকের সংসার চলত| হল বন্ধ হওয়ার পর কেউ হয়েছেন পরিযায়ী শ্রমিক, কেউ বা বেছে নিয়েছেন ভিন্ন পেশা| এখন আগের মতো হলে গিয়ে সিনেমা দেখতে চাইলে, বাঁকুড়ার বাসিন্দাদের ছটতে হচ্ছে দুর্গাপুর| কিন্তু নিজের জেলার এই দৈন্য মানতে মন চায় না বাঁকুড়াবাসীর| তাঁরা চান, আবার ফিরে আসুক সেইসব সোনালি দিন| স্বমহিমায় ফিরুক কুসুম-শিবানীরা|

Scroll to Top