৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বাঁকুড়ায় সিঁদুরে মেঘ, ঘাসফুলে গোষ্ঠীসংঘাত

High News Digital Desk:

 

বাঁকুড়ার ওন্দায় প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক, বর্ষীয়ান নেতা, অরূপ খাঁর সঙ্গে ওন্দার বর্তমান ব্লক তৃণমূল সভাপতি উত্তম বীটের সম্পর্ক তলানিতে। স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিষয়টি বহুচর্চিত। ২ নেতার গোষ্ঠীর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিলই। এবার তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে তা প্রকাশ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি করল। একই উপলক্ষে ২ নেতার ২ গোষ্ঠী আলাদা-আলাদা মিছিল বের করেই ক্ষান্ত হল না, ২ মিছিল থেকে উঠল পারস্পরিক সংঘাতের ধ্বনি।

শুক্রবার ওন্দার বিডিও অফিস মোড় থেকে তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি মিছিল বের হয় অরূপ খাঁর নেতৃত্বে। সেই মিছিলে দেখা মেলেনি উত্তম বীটের। তিনি এদিনই আলাদা মিছিল বের করেন। অরূপ খাঁর নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে স্লোগান উঠতে শোনা যায়, ‘উত্তম বীট দূর হটো!’ বিপরীতে, ওন্দার ব্লক তৃণমূল সভাপতির মিছিল থেকেও ধ্বনি দেওয়া হয়, ‘অরূপ খাঁ দূর হটো!’

ওন্দার ব্লক তৃণমূল সভাপতি উত্তম বীট অবশ্য জানাচ্ছেন, বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতির সঙ্গে মিছিল নিয়ে তাঁর আলোচনা হয়েছিল। সেই মোতাবেক অরূপ খাঁর সঙ্গে বৃহস্পতিবার রাতে কথাও হয় উত্তম বীটের। কিন্তু প্রতিশ্রুতি ভেঙে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক আলাদা মিছিল বের করেছেন বলে অভিযোগ ওন্দার ব্লক তৃণমূল সভাপতির।

কিন্তু মিছিল, পাল্টা-মিছিলেই ঘটনা থেমে থাকেনি। বেলা গড়ালে, ব্লক তৃণমূল কার্যালয়ে একদল দুষ্কৃতী ২টি গাড়িতে চেপে এসে হামলা চালায়। জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে ব্লক সভাপতি উত্তম বীট ও তাঁর অনুগামীদের আক্রমণ করে দুষ্কৃতীরা। তৃণমূলের এক মহিলা কর্মীর গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। চলে ভাঙচুর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় তোপ দেগেছে স্থানীয় বিজেপি। ক্ষমতার ভাগ-বাটোয়ারার তত্ত্ব খাড়া করেছে তারা। সব মিলিয়ে, ওন্দায় তৃণমূলের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠল।

Scroll to Top