৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

বহু হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, সচল জরুরি বিভাগ

High News Digital Desk:

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর অস্বাভাবিক মৃত্যতে বাংলার দিকে দিকে দানা বাঁধছে ক্ষোভ| জুনিয়র চিকিৎসকরা এরই মধ্যে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে সামিল হয়েছেন| আরজি করে তো বটেই, কর্মবিরতিতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নীলরতন সরকার হাসপাল, শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও| কলকাতার বাইরেও পরিস্থিতি একইরকম| সাগর দত্ত হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালেও শুরু হয়েছে কর্মবিরতি| এখনও পর্যন্ত ক্ষোভের আগুন প্রশমিত হওয়ার কোনও লক্ষণ নেই| না থাকারই কথা| বিচার চাই – প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের| বাংলার বিভিন্ন প্রান্তে তাঁদের প্রতিবাদ কর্মসূচির মূল সুর চাই সুরক্ষা ও সম্মান| তবে সবকটি হাসপাতালেই সচল রয়েছে জরুরি বিভাগ| কাজ বন্ধ আউট ডোরে| মূলত জুনিয়র চিকিৎসকরাই কর্মবিরতিতে সামিল হয়েছেন| আরজি করের ঘটনায় সত্যনিষ্ঠ তদন্তের দাবি তুলছেন তাঁরা| যত দ্রুত সম্ভব, অপরাধীর চূড়ান্ত শাস্তি হোক, চাইছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা| তাঁদের কর্মবিরতি ও আন্দোলনের মধ্যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও সক্রিয় হয়ে উঠেছে যথারীতি| অস্বাভাবিক মৃত্যর তদন্তে গঠিত কমিটিকেই কাঠগড়ায় তুলছে তারা| কমিটির নিরপেক্ষতা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন|
আরজি কর হাসপাতালে পুলিশের বাধার মুখে পড়ে বারবার তৈরি হচ্ছে উত্তেজনা| বিকেলে সেই উত্তেজনা উঠেছে চরমে| সব মিলিয়ে, জটিল হচ্ছে পরিস্থিতি| জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়েই দেখা দিয়েছে চিকিৎসা-সঙ্কট| হাসপাতালে গিয়েও চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে| জরুরি বিভাগ চালু থাকলেও সেক্ষেত্রে কোনও সুরাহা সম্ভব নয়| এমন পরিস্থিতি অব্যাহত থাকলে, গভীর সমস্যা তৈরি হবে আশঙ্কা একেবারেই অমূলক নয়|

Scroll to Top