১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

বর্ষায় সুষ্ঠ পরিষেবার লক্ষ্যে কলকাতা মেট্রো রেল

High News Digital Desk:

 

জলবন্দি পার্কস্ট্রিট মেট্রো| দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো পরিষেবা| এই ছবি সম্প্রতি দেখা গিয়েছিল ঘূর্ণিঝড় রেমালের সময়| কলকাতায় ভারি বৃষ্টির প্রভাবে জলমগ্ন হয়ে পড়ে গোটা মহানগর| কলকাতা পুরসভার চেষ্টায় জল নামানো গেলেও দীর্ঘক্ষণ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের জলছবি দেখেছিল সাধারণ মানুষ| মেট্রোর লাইন ও গোটা স্টেশনে জল জমে যাওয়ায় বন্ধ থাকে মেট্রো পরিষেবা| অফিসের ব্যস্ত সময়ে হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের| চলে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ও কলকাতা পুরসভার মধ্যে টানাপোড়েন|

এবার বঙ্গে প্রবেশ করেছে বর্ষা| ভারি বৃষ্টিতে যাতে জলমগ্ন হয়ে না পড়ে শহরের মেট্রো স্টেশনগুলি, তার জন্য আগাম একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ| ঘূর্ণিঝড় রেমাল থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্ক তারা| কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার| একটি বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা নিকাশির ক্ষেত্রে বিশেষ নজরদারি চালাচ্ছেন| মেট্রোর টানেলের ভিতর সেন্ট্রাল ড্রেন পরিষ্কারের কাজ চলছে| পুরোনো পাইপ রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে| জল জমলে, তা বের করে দেওয়ার জন্য স্বয়ংক্রিয় পাম্প তৈরি রাখা হচ্ছে| ওপর দিয়ে মেট্রো যাতায়াত করে, এমন মেট্রো লাইন ও স্টেশনগুলিতে গাছের ডাল ছাঁটাইতেও বিশেষ নজর কর্তৃপক্ষের| বজ্রপাত হলে যাতে বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা না হয়, তার জন্য আগাম নজরদারি চালানো হচ্ছে| এত সতর্কতার পর এবার কি বর্ষাতে বদলাবে পাতালপথের জলছবি? এখন সেটাই দেখার|

Scroll to Top