৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ খেলতে মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমে যাওয়ার পথে আক্রান্ত লিঁয়র কোচ ফ্যাবিও গ্রোসো

High News Digital Desk:
  • ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ খেলতে মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমে যাওয়ার পথে আক্রান্ত লিঁয়র কোচ ফ্যাবিও গ্রোসো

ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ খেলতে মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমে যাওয়ার পথে আক্রান্ত লিঁয়র কোচ ফ্যাবিও গ্রোসো। মার্সেই সমর্থকরা লিঁয়র টিম বাসে পাথর, পেট্রোল বোমা জাতীয় বস্তু ছোড়েন। তার ফলে লিঁয়র টিম বাসের কাচের জানলা ভেঙে যায়। এতেই আহত হন লিঁয়র কোচ। সোশ্যাল মিডিয়ায় তাঁর রক্তাক্ত মুখের ছবি ভাইরাল। অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার পথে টিম বাসে হামলার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত লিঁয় ম্যানেজমেন্ট ও সমর্থকরা। লিগ ওয়ান কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই ঘটনায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। লিঁয়র টিম বাসে কেন হামলা চালানো হল, সেটা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, লিঁয়র টিম বাসের জন্য অপেক্ষা করছিলেন একদল মার্সেই সমর্থক। বাসটি আসতেই তাঁরা পাথর, আগুনের গোলা ছুড়তে শুরু করেন। মার্সেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও যোগ নেই। কিন্তু সেটা মানতে নারাজ লিঁয়। অ্যাওয়ে ম্যাচ খেলতে আর দল পাঠানো হবে কি না, সেটা নিয়ে ভবিষ্যতে চিন্তা করা হবে বলে জানিয়েছে লিঁয় ম্যানেজমেন্ট। এই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য জরুরি বৈঠক করা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ফরাসি ফুটবলের নিয়ামক সংস্থা এলএফপি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরবর্তীকালে যদি মার্সেইয়ের ঘরের মাঠে খেলতে যায় লিঁয়, তাহলে যাতে কোচ, ফুটবলারদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Scroll to Top