বাতিল হওয়া UGC-NET পরীক্ষার নতুন দিন ঘোষণা করল এনটিএ| পাশাপাশি, পরীক্ষা পদ্ধতিতেও বদল আনা হয়েছে| নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে| ১৮ জুন দুটি ভাগে UGC-NET পরীক্ষা নিয়েছিল এনটিএ| সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল ঘোষণা করা হয়| কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে উঠে এসেছিল ডার্ক নেটের তথ্য| কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে| ইতিমধ্যেই সেই তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে| আর OMR নয়| নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের UGC-NET পরীক্ষা হবে কম্পিউটার বেসড| বাতিল হওয়া UGC-NET পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ| এসবের পাশাপাশি এনটিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের NCET পরীক্ষা হবে ১০ জুলাই| JOINT CSIR UGC NET পরীক্ষা নেওয়া হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই| পরীক্ষা সংক্রান্ত যেকোনও তথ্য ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করে জানা যাবে|
