৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতি মামলায় হাওড়ার হানা তদন্তকারী সংস্থার

High News Digital Desk:

রেশন দুর্নীতি মামলায় আবারও তৎপর প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই দুর্নীতি মামলার তদন্তে বুধবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডি-র আধিকারিকেরা। হাওড়ার অন্তত তিন জায়গায় হানা দিয়েছেন তাঁরা। নজরে রয়েছে ব্যবসায়ীদের বাড়ি এবং গুদামও।

বুধবার সকালে ইডি-র একাধিক দল বেরিয়ে পড়ে কলকাতার দফতর থেকে। সকাল সকালই তাদের একটি দল পৌঁছে যায় হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে কৃষ্ণপদ মাল নামে এক ধান ব্যবসায়ীর বাড়িতে। অন্য একটি দল হানা দেয় তাঁর গুদামেও। এছাড়াও, হাওড়ার একটি সমবায় সমিতিতেও চলছে ইডি-র অভিযান। আবার হাওড়ার শ্যামপুরের সসাটিতে ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে বলে খবর।

Scroll to Top