বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার দুর্ঘটনাস্থলে… পাঠানো হয়েছে ৫টি অ্যাম্বুলান্স… উদ্ধারকাজে গতি আনার জন্য আরও অ্যাম্বুলান্স পাঠানোর ভাবনা… আহতদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।
‘দুপুর আড়াইটের একটু পরেই উত্তরপ্রদেশের গোন্ডার কাছে লাইনচ্যুত হয় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস।’ সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে জানিয়েছে রেল। তবে কী কারণে দুর্ঘটনা, রেল কর্তৃপক্ষের কাছে তা এখনও স্পষ্ট নয়।
গোন্ডার কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায়, শেষ পাওয়া খবর পর্যন্ত, অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। জখম বহু।
গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে খোলা হয়েছে একাধিক হেল্পলাইন।
গতমাসেই উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডেকে এনেছিল অঘটন। ঝরে গিয়েছিল ১২০ জনেরও বেশি মানুষের প্রাণ। তার রেশ কাটতে না কাটতে, ফের ফিরে এলো একই বিভীষিকা। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় রেল লাইন থেকে সরে গেল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা।
কেন বারবার সামনে আসছে ভারতীয় রেলের এই দুর্দশা? কোথায় গলদ? ‘বন্দে ভারত’-এর ঝকঝকে বিজ্ঞাপনের আলো এইসব প্রাণঘাতী অঘটনে বড় বেশি ম্লান ও বিবর্ণ হয়ে যাচ্ছে না কি? বাতাসে কান পাতলে, ধাওয়া করছে কর্কশ কিন্তু সত্যনিষ্ঠ এইসব প্রশ্ন।










