৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ফের পুণ্যস্নান রচনার

High News Digital Desk:

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় সংসদে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব তৃণমূল| কিন্তু সেই আবহে যোগী-রাজ্যের প্রয়াগরাজে কুম্ভস্নানের পর বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়| এ নিয়ে তাঁর দলের অন্দরে বিতর্ক দেখা গিয়েছিল| ৱুধবার হুগলির ত্রিবেণীর কুম্ভমেলায় উপস্থিত হয়েছিলেন রচনা| প্রয়াগরাজে স্নানের পর রচনা বলেছিলেন, তুলনাহীন ব্যবস্থাপনা| মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে তারকা সাংসদ বললেন, দারুণ! রচনা এ-ও জানালেন, তিনি কালার থেরাপি করেন| গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজ| তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গমস্থল| প্রয়াগকে বলা হয়, যুক্তবেণী| ত্রিবেণীকে মুক্তবেণী| হুগলির এই অঞ্চলটিকে দক্ষিণ প্রয়াগও বলেন স্থানীয়েরা| ৱুধবার মাঘী পূর্ণিমায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে ত্রিবেণীতে| চলছে পুণ্যস্নান| সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে পুণ্যস্নানের সময় হুগলির সাংসদের পরনে ছিল গেরুয়া বস্ত্র| ত্রিবেণীতে তিনি উপস্থিত হন সৱুজ শাড়িতে| হাসতে হাসতে বললেন ভীষন ভালো লাগছে হুগলী আমার জায়গা|

Scroll to Top