২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ফের গারদের পিছনে প্রাক্তন প্রেসিডেন্ট, তবে কি নির্বাচনে লড়তে পারবেন ডোনাল্ড ট্রাম্প?

High News Digital Desk:

ফের গারদের পিছনে প্রাক্তন প্রেসিডেন্ট, তবে কি নির্বাচনে লড়তে পারবেন ডোনাল্ড ট্রাম্প? :-

বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল জালিয়াতি মামলায় গ্রেফতার সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প| প্রসঙ্গত, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প| ২০২০ সালে ভোটের আগে পর্ন তারকার সঙ্গে নিজের সম্পর্ক লোকানোর জন্য ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে| সেই সময়ও অবশ্য মুক্তি পেয়েছিলেন তিনি| এবারে তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তিনি| তবে এবারে মাত্র আধ ঘণ্টার জন্য জেলে গেলেন ট্রাম্প|

বছর ঘুরলেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন| ইতিমধ্যেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| কিন্তু নির্বাচনী প্রচারের মাঝেই বড় ধাক্কা খেলেন প্রাক্তন প্রেসিডেন্ট|
আগামী ২০২৪ সালে আমেরিকায় নির্বাচন| তার আগে ট্রাম্পকে গ্রেফতার করা তাঁর রাজনৈতিক কেরিয়ারের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে| এই নিয়ে মোট চারবার আত্মসমর্পণ করলেন ডোনাল্ড ট্রাম্প|

তবে নিজের সমর্থনে এদিন একাধিক যুক্তির জাল সাজান ডোনাল্ড ট্রাম্প| তিনি বলেন, আমি কোনও ভুল করিনি| আর সকলেই তা জানেন| এই গ্রেফতারি তাঁর প্রেসিডেন্ট পদের লড়াইয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে| তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে|

Scroll to Top