কলকাতায় ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু| এবার তাতেই মৃত্য হলো ১২ বছরের এক কিশোরীর| মৃতের নাম ডোনা দাস|তিনি দক্ষিন কলকাতার বিজয়গড়ের বাসিন্দা| পরিবার সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভগছিলেন ডোনা | পরিস্থিতির ক্রমে অবনতি হলে পরিবারের তরফে তাকে বাঙর হাসপাতালে ভর্তি করা হয়| সেখানেই শনিবার দুপুরে মৃত্য হয় তার|
এর আগে একজন শিক্ষানবিশ চিকিত্সক এবং এখন একজন বছর বারোর কিশোরী ! ডেঙ্গুর দাপটে পরপর কোল খালি হচ্ছে মায়েদের| গত কয়েকদিন ধরেই জ্বরে ভগছিলেন বিজয়গড়ের বাসিন্দা ডোনা দাস| জ্বর না ছাড়ায় পরিবারের তরফে ডেঙ্গু পরীক্ষাও করা হয় তার| সেখানেই পজিটিভ আসে রিপোর্ট| এরপরই তড়িঘড়ি ওই কিশোরীকে ভর্তি করা হয় এমআর বাঙরের জরুরি বিভাগে |শুরু হয় চিকিত্সাও| তবে শেষ রক্ষা হলো না| শনিবারই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডোনা| তার মৃত্যতে শোকস্তব্ধ গোটা পরিবার|









