১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

ফের ইডির চিঠি, প্যাঁচে খাদ্য দফতর

High News Digital Desk:

আবার ইডির চিঠি খাদ্য দফতরে| রেশন দুর্নীতি কাণ্ডে তৃতীয়বারের জন্য চিঠি পাঠাল ইডি| ইডি সূত্রের খবর, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে, চিঠিতে সেই তথ্য জানতে চাওয়া হল| প্রসঙ্গত, এর আগের ২টি চিঠির উত্তর খাদ্য দফতর এখনও দেয়নি| ইডি আধিকারিকরা জানিয়েছেন, তৃতীয় চিঠির উত্তর না পেলে, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন| এখন প্রশ্ন হচ্ছে, এবারও কি নীরব থাকবে খাদ্য দফতর? জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর খাদ্য দফতরের ভমিকায় রীতিমতো অস্বস্তিতে রাজ্য|

Scroll to Top