২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, এবার আগুন লাগল লালবাজারের কাছে গুদামে

High News Digital Desk:

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, এবার আগুন লাগল লালবাজারের অদূরে একটি গুদামে। বৃহস্পতিবার সকালে আগুন লাগে আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তার কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। আশপাশের অফিস থেকে বেরিয়ে আসেন কর্মচারীরা। আর এন মুখার্জি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে বলে জানাচ্ছেন দমকলের কর্মীরা। দমকল সূত্রে খবর, ওই গোডাউনে জুতোসহ নানা ধরনের চর্মজাত দ্রব্য এবং অন্যান্য সামগ্রী রয়েছে। দমকলের তৎপরতায় আগুন খুব একটা বেশি ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের স্থল থেকে লালবাজারের দূরত্ব ৫০০-৬০০ মিটার। পাশেই ম্যাংগো লেনে রয়েছে পরিবহণ ভবন।

Scroll to Top