৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ফিফা ক্রমতালিকায় ভারতীয় ফুটবল দল ৯৯ নম্বরে উঠে এলে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  পাঁচ বছর বাদে ফের ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে চলে এল ভারতীয় ফুটবল দল। এবার তারই পুরস্কার পেল ভারতীয় ফুটবল দল।  আপাতত ভারতের স্থান ৯৯ নম্বরে। ভারতের সেরা র‍্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালে ৯৪ নম্বরে। ২০১৭ ও ২০১৮ সালে ৯৬ নম্বরে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষবার ১০০-র আগে উঠে এসেছিল ভারতীয় ফুটবল দল। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। ইগর স্টিমাচের কোচিংয়ে শুরুর দিকটা বিশেষ ভাল যায়নি ভারতীয় ফুটবল দলের। ক্রমতালিকাতেও অনেকটা পিছিয়ে পড়েছিলেন সুনীল ছেত্রীরা। সার্বিকভাবে সময়টা ভারতীয় ফুটবলের জন্য ভাল যাচ্ছে।  ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্টে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেরা ভাল ফুটবল খেলছেন। ক্রমতালিকায় এই উন্নতির ফলে এশিয়ার মধ্যে ১৮তম স্থানে আপাতত নিশ্চিন্ত ভারত। যার অর্থ আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারে তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়াটা নিশ্চিত হল ভারতীয় ফুটবল দলএর।

Scroll to Top