২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

প্রিগোঝিনের মৃতু্যতে অবাক নন বাইডেন, উল্টে আঙুল তুললেন পুতিনের দিকেই

High News Digital Desk:

প্রিগোঝিনের মৃতু্যতে অবাক নন বাইডেন, উল্টে আঙুল তুললেন পুতিনের দিকেই :-

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃতু্য হয়েছে বিমান দুর্ঘটনায়| সেই খবর সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে| ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মৃতু্য নিয়ে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন| তিনি বলেন, এই ঘটনায় তিনি মোটেই বিস্মিত নন| বাইডেন বলেন, আমি জানি না ঠিক কী ঘটেছে, কিন্তু এতে আমি অন্তত অবাক নই! এর পরই পুতিনের নাম উল্লেখ করে অত্যন্ত তাত্পর‌্যপূর্ণ ভাবে বাইডেন বলেন- রাশিয়ায় এমন কিছু ঘটে না যার পিছনে ভ্লাদিমির পুতিন থাকেন না!

ভারতীয় সময় ৱুধবার সাড়ে দশটার দিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়| বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন| যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও| ব্যক্তিগত বিমানটি উড়ানের আধ ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়| বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়| এখন পর‌্যন্ত ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে| রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিতভাবে প্রিগোজিনের মৃতু্যর খবর জানানো হয়নি|

 

 

Scroll to Top