৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রায় ২ কোটি টাকা আর্থিক গরমিল ও তছরূপের অভিযোগ উঠল রায়গঞ্জ সেন্ট্রাল কোওপারেটিভ ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে।

High News Digital Desk:

প্রায় ২ কোটি টাকা আর্থিক গরমিল ও তছরূপের অভিযোগ উঠল রায়গঞ্জ সেন্ট্রাল কোওপারেটিভ ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে। সঞ্জয় চক্রবর্তী নামের ওই ব্যক্তি বুনিয়াদপুর ব্রাঞ্চে থাকাকালীন অবস্থায় ওই বিরাট পরিমান অর্থ তছরূপ করেন বলে ব্যাঙ্কের তদন্তে ধরা পড়ে। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয় ইটাহার ব্রাঞ্চে। ইটাহারে থাকাকালীনই ওই ম্যানেজারকে বিরাট পরিমান অর্থ তছরূপের অভিযোগে Show/Hide formatti করা হয় বলে জানালেন রায়গঞ্জ সেন্ট্রাল কোওপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান তিলক চৌধুরী। রাজ্যের বিভিন্ন কোওপারেটিভ ব্যাঙ্কের অর্থ তছরুপের একেরপর এক অভিযোগ যখন সামনে আসছে, তখন নতুন করে রায়গঞ্জ কোওপারেটিভ ব্যাঙ্কের নাম জড়িয়ে যাওয়ায় এখন আমানতকারীরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

Scroll to Top