নিজস্ব সংবাদদাতা : ১লা জুলাই, বাংলার রূপকার তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪১তম জন্মদিবস| বিশিষ্ট চিকিত্সক এবং কলকাতা পৌরসংস্থার প্রাক্তন মেয়র ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ১৮৮২ সালের ১লা জুলাই পাটনায়| তাঁর বাবা প্রকাশচন্দ্র রায়, মা অঘোর কামিনী রায়| বিহারের পাটনা কলেজ থেকে এফ.এ. পাশ করে গণিতে অনার্স নিয়ে বি.এ. পাশ করেন তিনি| তারপর কলকাতা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং এম.ডি. ডিগ্রি লাভ করেন| ১৯১১ সালে লন্ডনের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান থেকে গ্বঙক্টগু এবং রয়্যাল কলেজ অফ সারজিয়ান থেকে ক্মঙক্টঙ্ক ডিগ্রিপ্রাপ্ত হন| প্রথম জীবনে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন অধ্যাপনা| পরে দেশবন্বু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দলে যোগ দেন| ১৯৩১ সালের ১৫ই এপ্রিল কলকাতা পৌরসংস্থার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাঃ বিধানচন্দ্র রায়| ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন| ১৯৬১ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন তিনি| ধীরে-ধীরে একজন খ্যাতনামা চিকিত্সক হিসেবে তাঁর খ্যাতি দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে| ১৯৬২ সালের ১লা জুলাই তারিখেই ডাঃ বিধানচন্দ্র রায় প্রয়াত হন কলকাতায়| স্বাস্থ্যক্ষেত্রে তাঁর সুবিশাল অবদানের কথা স্মরণে রেখে ১লা জুলাই দিনটি ন্যাশানাল ডক্টরস ডে হিসেবে পালিত হয় গোটা দেশে|
আজ ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪১তম জন্মবার্ষিকী এবং প্রয়াণের ৬১ বছর পূর্তি উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপাসন মালা রায়| সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ|
