নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন পরমাণু পদার্থবিদ বিকাশ সিংহ। বয়স হয়েছিল ৭৮ বছর।শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর খানেক ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতাল থেকে বিজ্ঞানীর দেহ তাঁর মিন্টো পার্কের বাসভবনে আনা হয়। বাঙালি এই পরমাণু বিজ্ঞানী ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এ কর্মরত ছিলেন। পরমাণু গবেষণায় তাঁর একাধিক উল্লেখযোগ্য অবদান রয়েছে। ১৯৪৫ সালে তিনি মুর্শিদাবাদের কান্দিতে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি ছিল তাঁর অমোঘ টান। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন। পরমাণু গবেষণার ক্ষেত্রে তাঁর সাফল্যেকে কাজে লাগাতে বিজ্ঞানীকে গুরু দায়িত্ব দেয় ভারত সরকার। ২০০৫ সালে তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। ২০০৯ সালে দ্বিতীয়বার তাঁকে ওই পদে বেছে নেওয়া হয়। ২০১০ সালে তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মাণে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লেখেন, বাঙালি গবেষক বিকাশ সিংহের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।আমরা তাঁকে ২০২২ সালে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘বঙ্গবিভূষণ’ প্রদান করি। মঞ্চে তার ব্যক্তিগত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল। আমরা তাঁকে ২০২২ সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ দিতে পারেছি। আমি তার পরিবার, বন্ধুবান্ধব, ছাত্র এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’
