প্রয়াত হলেন ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার পিজি হাসপাতালে প্রয়াত হন তিনি। ফুসফুসজনিত সমস্যা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর হাত ধরেই প্রথমবার ধুপগুড়ি আসনে জয় পায় বিজেপি। জানা গিয়েছে, ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বিষ্ণুপদ রায়। গত রবিবার কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভরতি হন। অস্ত্রোপচার হয় তাঁর। এরপর সোমবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। কিন্তু তা সাময়িক। মঙ্গলবার ভোররাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিধায়কের। সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিজেপি বিধায়ক প্রয়াণের খবরে দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল বিদায়ে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি শ্রী রায়ের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।”শোকজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার সহকর্মী এবং ধূপগুড়ির বিধায়ক শ্রী বিষ্ণু পদ রায়ের মৃত্যু সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখিত। হৃদরোগে আক্রান্ত হয়ে পরশু তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আমি তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
