প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হংকং। মঙ্গলবার সকাল থেকে ঘণ্টাখানেক সময়ের মধ্যে শহরের আকাশে অত্যধিক বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছে। সোমবার রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি।
মঙ্গলবার বিকেল পর্যন্ত হংকংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে সেখানকার আবহাওয়া দফতর। জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা। বিভিন্ন উড়ালপুলের সিঁড়ি দিয়ে জলপ্রপাতের মতো জল গড়িয়ে পড়ার ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। বৃষ্টির জন্য এ দিন বিপর্যস্ত হয়েছে জনজীবন।