২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

প্রবল চাপে পদত্যাগ ‘হাসিনা-ঘনিষ্ঠ’ প্রধান বিচারপতির

পদত্যাগী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

কলকাতা :  নতুন করে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতির ইস্তফার দাবিতে নতুন করে শুরু হয় প্রতিবাদ। বিচারপতিরা ইস্তফা না দিলে আন্দোলন আরও বাড়বে বলে জানান আন্দোলনকারীরা। কয়েকশো বিক্ষোভকারী বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে অবশেষে ইস্তফা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে চূড়ান্ত হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর পরই  ওবায়দুল হাসান জানান, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্দোলনকারীদের দাবি ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভে অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। সূত্রের খবর অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ, শনিবার, ওবায়দুল হাসান ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। খবর পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। এদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষার্থী।

ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগের পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মো: আশফাকুল ইসলাম। তিনি ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্টের  অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

Scroll to Top