প্রধানমন্ত্রী মোদী একজন ব্যবসায়ী এবং আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন মা: ধূপগুড়িতে বললেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য :-
আসন্ন ধূপগুড়ি উপনির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনাসমূহ তুলে ধরে ধূপগুড়ির প্রচার কর্মসূচিতে বক্তৃতা দিলেন দলের অন্যতম নেতা দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার ধূপগুড়িতেই তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বে চলা মা-মাটি-মানুষের সরকার সর্বদাই প্রতিশ্রুতি পালন করে।
এদিন গধেয়ারকুঠিতে আয়োজিত একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীকে কঠোর ভাষায় আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্য। বাংলার সঙ্গে কেন্দ্র যেভাবে বৈমাত্রেয় আচরণ করছে, তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি। দেবাংশু বলেন, ‘‘বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার হকের টাকা আটকে দিয়েছে এবং এক্ষেত্রে তাদের যুক্তি হল, রাজ্যে নাকি বহু ভুয়ো জব কার্ডধারী রয়েছেন। যদিও, পরবর্তীতে জানা যায়, সবথেকে বেশি ভুয়ো জব কার্ডধারী রয়েছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশে। তা সত্ত্বেও তাদের টাকা আটকানো হয়নি। কারণ, সেটি বিজেপিশাসিত রাজ্য।’’
তৃণমূল কংগ্রেসের এই নেতা আরও একটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। তারপরও এই এলাকার বাসিন্দারা কোনও জনকল্যাণমুখী সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হননি। দেবাংশুর কথায়, ‘‘ধূপগুড়ির একজন বাসিন্দাও বলতে পারবেন না যে তাঁরা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের কোনও জনকল্যাণমুখী প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ায় দরিদ্ররা বিপদে পড়েছেন।’’
দেবাংশু আরও বলেন, যেহেতু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হার স্বীকার করতে হয়েছে, তাই, তার বদলা নিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করছে। তৃণমূল কংগ্রেস নেতা এই প্রসঙ্গে বলেন, ‘‘মোদীজি গুজরাতের মানুষ। তাই তিনি একজন অত্যন্ত ভালো ব্যবসায়ী। তিনি জানেন, মানুষ যদি তাঁকে ভোট দেয়, তার বদলে তিনি তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেবেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা। তাই তিনি যেকোনও পরিস্থিতিতেই সর্বাগ্রে সন্তানের স্বার্থ রক্ষা করেন।’’