৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুলও, সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের আর্জি

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবার সংসদের বিশেষ অধিবেশনের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, “এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে, আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছি।”

উল্লেখ্য, পহেলগাম হামলার বিরুদ্ধে শাসক, বিরোধী সবাই একজোট! এই বার্তা দিতে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক, এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল চিঠিতে লেখেন, “বিরোধীরা বিশ্বাস করে, সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন ডাকা হবে, যাতে জনপ্রতিনিধিরা তাদের একতাবোধ এবং‌ সঙ্কল্পের বিষয়টি তুলে ধরতে পারেন।”

Scroll to Top