- প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। ফাইনালে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনা জিতলেন নীরজ। প্রথম থ্রোয়ে ফাউল করার পর দ্বিতীয় থ্রোয়ে এই দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে দেন নীরজ। এই থ্রো-ই তাঁকে সোনা জিতিয়ে দিল। ফাইনালে নীরজ ছাড়াও আরও ২ ভারতীয় অ্যাথলিট ছিলেন। ডি পি মনু ও কিশোর জেনাও ভালো পারফরম্যান্স দেখালেন। তাঁরা পদক জিততে না পারলেও, প্রথম ৬ জনের মধ্যে থাকলেন। এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্সের আগে জ্যাভলিন থ্রোয়ে ভারতীয়দের পারফরম্যান্স আশা জাগিয়ে তুলেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সময়ই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন নীরজ। তিনিই প্যারিসে ভারতের প্রধান ভরসা। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পান নীরজ। এবার তিনি সোনা জিতে নতুন ইতিহাস রচনা করলেন। ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ভারতের সর্বকালের সফলতম অ্যাথলিট। নীরজের এই দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। প্রধানমন্ত্রী থেকে দেশের সেনাবাহিনী, সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।