- প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেনের মহিলা দল
উরোপিয়ান ফুটবলের দুই হেভিওয়েট দেশ হল স্পেন ও ইংল্যান্ড। কিন্তু মহিলা বিশ্বকাপে আজকের আগে পর্যন্ত এদের কেউই খেতাবের স্বাদ পায়নি। রবিবার সিডনি ওলিম্পিক পার্কে মেগা আসরের ফাইনালে সেই অধরা স্বপ্ন সফল করার লক্ষ্য নিয়েই নেমেছিল স্পেন, ইংল্যান্ড। যোগ্য দল হিসেবেই তারা পেয়ে গেল বিশ্বসেরা খেতাব ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেনের পুরুষ দল। আর ২০২৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেনের মহিলা দল।প্রথমবার মেয়েদের ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। ইংল্যান্ডকে হারাল এক গোলে। যোগ্য দল হিসেবেই তারা পেয়ে গেল বিশ্বসেরা খেতাব ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেনের পুরুষ দল। আর ২০২৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেনের মহিলা দল। অবশেষে ২৯ মিনিটে গোলমুখ খোলে। ওলগার শট থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। আর তারই সঙ্গে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ৫৭ বছরের খরা কাটাতে পারল না তারা। স্প্যানিশ বাহিনীর তারুণ্যের সামনেই কার্যত হার মানতে হয় ইংল্যান্ডকে। অন্যদিকে স্বপ্নপূরণের সেলিব্রেশনে মেতেছেন স্প্যানিশ কন্যারা।