প্রতিপক্ষ বিজেপির প্রার্থী তাপসী রায়ের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাঁকে শুভকামনাও জানালেন
আসন্ন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচার কর্মসূচি চলাকালীন আজ, বিজেপি প্রার্থী তাপসী রায়ের ননদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। তৈরি হল ঐক্যের এক আবেগঘন আবহ।
রাজনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় গাদং-২ এলাকায় প্রতিপক্ষ তাপসীর বাড়িতে যান। এই সাক্ষাৎ কেবলমাত্র সৌজন্যমূলক ছিল না, বরং তা ছিল আদতে গণতন্ত্রের প্রকৃত প্রমাণ। প্রফেসর বলেন, তিনি বিজেপি প্রার্থীর শাশুড়ি প্রমিলা রায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চেয়েছিলেন। তিনি শহিদ জগন্নাথ রায়ের মা। পুলওয়ামা হামলার দু’বছর পর ২০২১ সালের ২৫ মার্চ কাশ্মীরে একটি সন্ত্রাসবাদী হামলায় শহিদ হন সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়।
তাপসীর ননদ শর্মিলা রায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রফেসর। রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও এভাবেই সংশ্লিষ্ট বিধানসভা এলাকার প্রত্যেক বাসিন্দার সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলেন তিনি। রাজনৈতিক মতানৈক্য ছাপিয়ে তাঁদের মধ্যে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়।
শান্তি রায় নামে গাদং-২ এলাকার এক বাসিন্দা বলেন, প্রফেসর নির্মল চন্দ্র রায় একজন ভালো মানুষ। পেশায় আইসিডিএস কর্মী শান্তি বলেন, ‘‘প্রফেসর একজন শিক্ষিত এবং ভালো মানুষ। প্রাক্তন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের কাছ থেকে আমরা কোনও সহযোগিতা পাইনি। তিনি কখনও আমাদের পাশে দাঁড়াননি। তাই আমরা প্রফেসরকেই ভোট দিতে চাই। ’’