৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

প্যারালিম্পিকে সোনা ভারতের ঘরে

High News Digital Desk:

কলকাতা : প্যারালিম্পিকে সোনা এলো ভারতের ঘরে| মহিলা বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সাফল্য| সোনা জিতে নিলেন অবনী লেখারা| ইভেন্টের দ্বিতীয় দিনেই সাফল্য|

২২বছরের শ্যুটার অবনী লেখারা ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন| ইভেন্টে অবনীর স্কোর ২৪৯.৭| প্যারালিম্পিকে মহিলা ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ক্যাটেগরিতে এটি নয়া রেকর্ড|

এই স্বর্ণপদকের আগে, ২০২০-র টোকিও প্যারালিম্পিকেও নিজের ক্যাটেগরিতে সোনা জিতেছিলেন অবনী| অর্থাৎ, এই মুহূর্তে তাঁর ঝুলিতে ২টি সোনার পদক| প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি ২টি স্বর্ণ পদক জিতলেন| তবে প্যারালিম্পিকে এটা লেখারের তৃতীয় পদক| ২টি সোনা ছাড়াও, ২০২০-র টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন অবনী|

এপ্রসঙ্গে বলে রাখা ভালো, অবনী লেখারার এই সাফল্যের নেপথ্য-কাহিনী সত্যিই নজরকাড়া| ২০১২ সালে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন| যার জেরে কোমর থেকে প্যারালাইজড হয়ে যায় তাঁর শরীর| কিন্তু, বাবা প্রবীণ লেখারার সাহায্যে তিনি ঘুরে দাঁড়ান| ২০১৫ সালে জয়পুরে জগত্পুর শ্যুটিং রেঞ্জে গিয়ে শ্যুটিংয়ের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়| এরপর থেকে নতুন ইনিংস শুরু করেন তিনি|

Scroll to Top