৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

পোপ ফ্রান্সিসকে সর্বদা আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “পোপ ফ্রান্সিসকে সমগ্র বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা ও আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে।” ইস্টার সোমবারে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফে পোপ ফ্রান্সিসের মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

প্রধানমন্ত্রী মোদী শোকবার্তায় জানিয়েছেন, “পোপ ফ্রান্সিসের প্রয়াণে গভীরভাবে শোকাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পোপ ফ্রান্সিসকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা ও আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে নিবেদিতপ্রাণ করেছিলেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের সেবা করেছিলেন। যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য তিনি আশার আলো জাগিয়েছিলেন। ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহ সর্বদা লালিত থাকবে। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক।”

Scroll to Top