৪ পৌষ ১৪৩২ রবিবার ২০ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২ রবিবার ২০ ডিসেম্বর ২০২৫

পৃথিবীতে ফিরলেন সুনীতা ও বুচ, এখন থাকবেন নাসার বিশেষ বিশ্রামাগারে

High News Digital Desk:

গিয়েছিলেন আট দিনের জন্য, কিন্তু কাটাতে হয়েছে দীর্ঘ ৯ মাস। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এলেন নভশ্চর সুনীতা উইলিয়ামস। ফিরেছেন তাঁর সঙ্গী বুচ উইলমোরও। ভারতীয় সময় অনুসারে, বুধবার ভোরে দুই নভশ্চরকে নিয়ে নিরাপদে পৃথিবীতে পৌঁছেছে স্পেসএক্স-এর ড্রাগন যান। মহাকাশযান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মেলে প্যারাশুট। তার পর ধীরে ধীরে সেটি নেমে আসে আমেরিকার ফ্লোরিডার কাছাকাছি সমুদ্রে।

পরিকল্পনামাফিক সেখানে আগে থেকে প্রস্তুত রাখা জাহাজে তুলে নেওয়া হয় সুনীতা এবং বুচকে। গত বছরের জুনে মহাকাশ স্টেশনে যাওয়ার পরে তাঁদের নভোযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে মহাকাশেই আটকে পড়েছিলেন তাঁরা। বেশ কয়েক বার চেষ্টার পরে অবশেষে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারল নাসা। সাধারণত দীর্ঘ সময় মহাকাশে থাকার পরে নভশ্চরদের শরীরে কিছু সমস্যা দেখা দেয়। তাই তাঁরা এখনই বাড়ি ফিরতে পারবেন না, কাটাতে হবে নাসার বিশেষ বিশ্রামাগারে।

Scroll to Top