৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনে দিলীপ ঘোষ

High News Digital Desk:

পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনে দিলীপ ঘোষ :-

পঞ্চায়েত ভোটে নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিভিন্ন এলাকা এবং এগরা ১ নং ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করলেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন জানান। সেই সঙ্গে তিনি মানুষকে আশ্বস্ত করেন বিজেপি সরকার ক্ষমতায় এলে এবং পঞ্চায়েত গড়লে এলাকায় উন্নয়ন করবে।

এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যার কথাও দিলীপ ঘোষের কাছে তুলে ধরেন। দিলীপ ঘোষ বলেন, আমরা ক্ষমতায় না এলে এলাকার কাজ করতে পারব না। তিনি প্রধানমন্ত্রী কথা সূত্র ধরে বলেন – না খাউঙ্গা না খানে দুঙ্গা। এদিন তিনি বিভিন্ন জায়গায় যেরকম বৈঠক করেন তেমনি বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার করেন। মিনাখায় তৃণমূল কর্মী এলাকায় না থেকে কি করে নমিনেশন জমা দিলেন তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত হচ্ছে।

পুলিসের কাজ নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনের টানাপোড়েন প্রসঙ্গেও কটাক্ষ করেন বিজেপি সাংসদ।

Scroll to Top