৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

পূর্ব বর্ধমানে দুর্ঘটনার কবলে দুই ভাই, প্রাণ গেল ছোট ভাইয়ের

High News Digital Desk:

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজার এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটর বাইক আরোহীর। মৃতের নাম নাম রোহিত ভৌমিক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা রাজা ভৌমিক। বর্তমানে তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিত ও রাজা মোটরবাইক চালিয়ে কালনার দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রোহিত। গুরুতর আহত হন রাজা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। রোহিত এবং রাজাকে উদ্ধার করে পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানেই রোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।

Scroll to Top