কলকাতা : পশ্চিমবঙ্গ হোক কিংবা বাইরের রাজ্য| কোথাও কোনও অঘটন ঘটলেই, সবার আগে দায় চাপে পুলিশের উপর| এমনকী, জনগণের হাতে মারও খেতে হয় পুলিশকে| বর্তমানে এরাজ্যে আরজি করের ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় তো বটেই, পথেঘাটেও পুলিশকে নিশানা করছে আমজনতা| বিভিন্ন স্লোগানে সরব তারা পুলিশের বিরুদ্ধে| স্লোগানের মাধ্যমেই পুলিশের ভূমিকা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন| এর মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও বহুল-ব্যবহৃত স্লোগানটি হল:
পুলিশ তমি যতই মারো,
তোমার মেয়েও হচ্ছে বড়|
এই পরিস্থিতিতে সম্প্রতি স্লোগানেই পাল্টা জবাব দিয়েছেন পুলিশকর্মীরা| সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে সেই পাল্টায়| পুলিশকর্মীদের জবাবি স্লোগান:
পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো,
সে লড়াই করেই হচ্ছে বড়|
কোথাও আবার পাল্টা স্লোগানটি আরও একট প্রলম্বিত এবং অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক:
পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো,
সে লড়াই করেই হচ্ছে বড়|
হচ্ছে বড় ছেলেও তোমার,
তার দায়ও কি পুলিশের একার?
আরজি কর ইসু্যতে লাগাতার বাক্যবাণ ব্যাপক প্রভাব ফেলেছে পুলিশ মহলে| তাই এবার পাল্টা দিতে সমাজ মাধ্যমেই পাল্টা সুর চড়াচ্ছেন পুলিশকর্মীরা| সব মিলিয়ে স্লোগান যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া|