৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের উপর হামলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কলকাতা : আরজি করে মাঝরাতে হামলার ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন, হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশকে মারধর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিসি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন, সারা শরীর রক্তে ভেসে গিয়েছে ওদের অত্যাচারে। আমি ভোর ৪টে পর্যন্ত জেগে ছিলাম, যতক্ষণ না ওঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন রাজভবনে চা-চক্রের আয়োজন করেছিলেন সিভি আনন্দ বোস। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রাজভবনে প্রবেশ করতে দেখা যায় পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মেয়র ফিরহাদ হাকিমকে। রাজভবনের তরফে চা-চক্রে যেহেতু মেয়র ও সিপিকে আমন্ত্রিত জানানো হয়নি, তাই রাজভবনে ঢুকলেও চা-চক্রে যোগ দেননি মমতা।

রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের সামনে মুখমন্ত্রী বলেন, ‘ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়? পুলিশ পুলিশের কথা বলবে। আমার বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ। সারা গায়ে রক্ত। ১৫ জন পুলিশকর্মী আহত। ছাত্র-ছাত্রীরা ভালো। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোনও রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে। পুলিশের তদন্ত করা লিড ধরেই এগোচ্ছে সিবিআই।’ এদিন রাজভবনে দাঁড়িয়ে ফের ছাত্রী খুনের ইস্যুতে দোষীদের ফাঁসির পক্ষে সওয়াল করেন মমতা।

Scroll to Top