৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

পুণ্যস্নানে গিয়ে রামমন্দির দর্শন, অযোধ্যায় ভিড় বাড়ছে পুণ্যার্থীদের

High News Digital Desk:

প্রয়াগরাজে কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড় প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা যাচ্ছেন পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দিরও দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। বুধবারও রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। তার ওপর বুধবার ছিল মৌনী অমাবস্যায় শাহিস্নান। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে।

গত কয়েক দিনে বিপুল জনসমাগম হয়েছে রামমন্দির দর্শনে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন মন্দির দর্শনে। ফলে চাপ আরও বাড়ছে। পুণ্যার্থীরা ট্রেনে, বাসে করে শহরে ঢুকছেন। তাই এক প্রকার বাধ্য হয়েই স্থানীয় পর্যটক এবং পুণ্যার্থীদের মন্দির কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন আগামী ১৫-২০ দিন মন্দির দর্শনে না আসেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইজি রেঞ্জ (অযোধ্যা) প্রবীণ কুমার বলেছেন, “অনেক সংখ্যক ভক্ত আসছেন। তারা সরযূতে পুণ্যস্নান করছেন। আগামীকাল, কুম্ভ থেকে ফিরে আসা বিপুল সংখ্যক মানুষও এখানে পৌঁছবেন। যথাযথ ট্রাফিক ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ… আমরা ভিড় নিয়ন্ত্রণের জন্য সময়ে সময়ে নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করছি।”

Scroll to Top