২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

পুজোর সাজে আঘাত হানছে ঝরে পড়া চল? ঘরোয়া উপায়েই মিলবে চমক

High News Digital Desk:

পুজোর সাজে আঘাত হানছে ঝরে পড়া চল? ঘরোয়া উপায়েই মিলবে চমক :-

হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন| তারপরেই পুজো| প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে| কিন্তু সমস্যা তৈরি হয়েছে ঝরে পড়া চল নিয়ে? চল সুন্দর না থাকলে না হবে স্টাইল না পারবেন চল খোলা রাখতে| তার জন্য খরচা করছেন হাজার হাজার টাকা? বেছে নিয়েছেন স্ট্রেটেনিং,স্মুদনিং-এর মতো খরচা সাপেক্ষ এবং কেমিক্যাল উপায়? তাহলে উপায় এখন হাতের মুঠোয়| সারা বছর কাজের মাঝে নিজের যত্ন নেওয়া হয় না অনেকেরই| পরামর্শবিদদের মতে এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি প্যাকে| কী কী দিয়ে তৈরি করবেন এই ঘরোয়া হেয়ার প্যাক?

উপায় :-

প্রথমে একটি পাকা কলা ভাল করে চটকে মিহি পেস্ট তৈরি করে নিন| এর মধ্যে মিশিয়ে নিন ১ থেকে ২ টেবিল চামচ মধু| তার সাথে মিশিয়ে নিন ১ থেকে ২ টেবিল চামচ অলিভ অয়েল| যদি চুল খুব শুষ্ক হয়, সে ক্ষেত্রে একটি ডিম ভেঙে মিশিয়ে নিতে পারেন| ভাল করে মিশিয়ে নিয়ে মাথায় মেখে রাখুন আধঘণ্টা| চাইলে একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন| কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন| কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে| এতে চলের উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পাবে তার সাথে চল হবে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল|

 

Scroll to Top