কলকাতা : পুজো হবে। নির্যাতিতার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদও হবে। পাশাপাশি, সুনিশ্চিত করতে হবে মেয়েদের সুরক্ষা।
এইসব ভাবনাকে সামনে রেখে রবিবার, ২৫ আগস্ট, নিজেদের এবারের শারদোৎসবের থিম সামনে আনছে কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ। জানা যাচ্ছে, দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের অনুদান ৮৫ হাজার টাকা ফিরিয়ে দিচ্ছে না তারা। বরং অনুদানের সেই টাকা এ’বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করতে চলেছেন কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা।
অনুদানের ৮৫ হাজার টাকা দিয়ে এলাকার নারীদের সুরক্ষার জন্য চালু হবে ২৪×৭ হেল্পলাইন। এছাড়া পাড়ার নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাড়ায় চালু করা হবে বিশেষ নাইট ক্যাব সার্ভিস। পাড়ার মেয়েদের বিনামূল্যে শেখানো হবে ক্যারাটে। রাতে পাড়ায় বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরও ব্যবস্থা করা হবে।
থিমের ঘোষণার আয়োজন যথাসম্ভব সংক্ষিপ্ত রেখে রবিবার প্রতীকী প্রতিবাদ করা হবে ক্লাবের তরফে। তোলা হবে ন্যায় বিচারের দাবি। জীবন্ত দুর্গা মঞ্চেই বধ করবেন আরজি কর হাসপাতালের ঘটনায় জড়িত অশুভ শক্তির অসুরকে।